ভাবসম্প্রসারণ
প্রহ্লাদ সরকার
নীরবতার ভাব সম্প্রসারণ
জিহ্বার দুটো শব্দে বিভোর
চোখের চাউনি আর ইশারায়
অনুভূতির খাতা ভর্তি
এক কলমে সমুদ্র ভাবা
অথবা তরঙ্গের অঙ্ক দেখে
আগাম উত্তর দেখা
আমার মন শব্দের ভাব প্রসারণ , রোদ বৃষ্টির মতো কবিতা লেখা
কোথায় যে ডানা মেলে শব্দ বিলায়,
কবিরও অজানা ।
অব্যক্ত শব্দ হয়তো তাই
অন্তরালে অসম্ভব ভাব প্রকাশ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন