নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য
এ বনের মাটিটি আমার
যদিও এর এক মুঠিও সৃষ্টি করিনি
এ বনের একটি গাছও তো বুনিনি-
শুধু কৌশলে হাতিয়েছি এর অধিকার
শুধু গাছে গাছে নিজের নাম লিখিয়েছি
নামের উপরে লিখিয়েছি ‘নবরূপে গাছ’
ভেটি-স্যালামি দিয়ে সেলাম কিনতে জানি-
ধরে নাও আমিই সমগ্র সমাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন