রাস্তাজন্ম
জগন্ময় মজুমদার
যে রাস্তা বানায় তার মতো
একা কেউ নেই ।
পাথর চূর্ণ হয়ে ধুলো জন্মালো
ধুলোর জনমক্ষণে তার কোনো
চিহ্ন ছিলো না ।
ওখানে জঙ্গল ছিলো
হেঁটে যেতে যেতে একদিন
সরু এক মেঠোপথ জেগে ওঠে--
সে ছিলো পথের প্রান্তে
কেউ দেখলো না ।
না দেখুক
অবিরত আছে তার ডাক
রাস্তা কারোকে বিমুখ করে না ।
Khub valo hyeche.
উত্তরমুছুনThank you
মুছুন