কবিতা ।। এক জোড়া জুতো
চিন্ময় বিশ্বাস
লাল বট ফল,পড়ন্ত বিকেলের লাল সূর্য
একঝাঁক বসন্ত-বাউরি গো-গ্রাসে খেয়ে যাচ্ছে -- সবটা!
স্ট্যাণ্ড দেওয়া বাই সাইকেল ;খুলে রাখা এক-জোড়া জুতো
শান বাঁধানো পুকুরে পা ডোবালে
শতাব্দী প্রাচীন মাছেরা অপেক্ষার আয়ু শেষ হবার পূর্বেই গা কচলিয়ে নেয়।
সন্ধ্যা গাঢ় হলে,জেগে ওঠে পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অন্য জগৎ,
ক্যালেণ্ডারে দাগ কাটলে ডোবানো পা ছাড়িয়ে ধীরে,ধীরে ডুবে যাচ্ছে হাঁটু,
হাঁটু থেকে কোমর,কোমর থেকে সমগ্রদেহ;তারপর মাথা
তবুও,তোমার অন্ততঃ একবার দেখে আসা উচিত ছিল
ওর সাঁতার শেখাটা কতটা জরুরি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন