বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

"কফি হাউসের চারপাশে" পত্রিকা প্রকাশ । সংস্কৃতি সংবাদ

"কফি হাউসের চারপাশে" পত্রিকা প্রকাশ 





নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।। গত ১০ অক্টোবর কলকাতার সূর্য সেন স্ট্রিটের নির্মল ভবনে মৃণাল কান্তি সাহা সম্পাদিত ' কফি হাউসের চারপাশে ' পত্রিকার  শারদ সংখ্যার উদ্বোধন হল । উদ্বোধন পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুজিত বসু,  কবি দেবাঞ্জন চক্রবর্তী,  কবি রথীন কর , কবি নৃপেন চক্রবর্তী,  কবি নীলাঞ্জন কুমার , কবি তাপস রায়,  কবি সৌহার্দ সিরাজ,  কবি লিন্ডা আমিন ।  অনুষ্ঠানে দুটি গ্রন্থ যথাক্রমে বিধানেন্দু পুরকাইতের ' ভাঙা বেহালা ছিন্ন তার,  ও শুক্লা চক্রবর্তীর ' রসভূজা ' ও রীতা বেরা পাল সম্পাদিত শারদীয়া সাঁঝবাতির প্রচ্ছদ উন্মোচন হয় । অনুষ্ঠানের প্রথম পর্বে জঙ্গীপুর মানব শিক্ষা রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ২৫ তম সমাবর্তন অনুষ্ঠানে ডক্টরেট উপাধি পেলেন সঙ্গীত রচনাকার  সুরকার ও শিল্পী দীপশ্রী পাল ও অধ্যাপক অরুণ অধিকারী ।
       শ্রোতাপূর্ণ সভাঘরে কবিতা কথা ও সুরে সন্ধ্যাটি মুখর হয়ে ওঠে । অনুষ্ঠান সুচারু ভাবে সঞ্চালনা করেন কফি হাউসের চারপাশে পত্রিকার সহ সম্পাদক স্বপ্নাঞ্জন গোস্বামী ।


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...