শব্দব্রাউজ- ৯৩১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-931, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯৩১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৯।৯। ২৭। সকাল দশটা ।
শব্দসূত্র: মনের ভেতর পুলক হাসে
পুলক আমায় জেতায় হারায়
মনের কোণে
কান্না হাসির
দোলন দোলায় ।
উদয় অস্ত লেগেই আছে
দিন প্রতিদিন
সুখ দুঃখের
জীবন মিছে?
মনের ভেতর পুলক আছে
শব্দ সোহাগ
তাইতো চিনি
রাখি ধরে
পালায় পাছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন