শব্দব্রাউজ- ৯২৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-928, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯২৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৪।৯।২৩। সকাল আটটা পঞ্চাশ ।
শব্দসূত্র: দুরত্ব যখন সামনে আসে
দুরত্ব সামনে এলে
তাকে জড়িয়ে ধরার আনচান
শিখিয়ে ছাড়ে
সম্পর্কের সংজ্ঞা ।
আবার দুরত্ব দুরত্বে গেলে
তরঙ্গ স্তর আশ মিটিয়ে
তার কুশল নেয় ।
চোখ বুজলে অন্ধকারে তার
মুখ ভাসে,
বিমূর্ততায় তাকে ভালোবাসি
আর ভালোবাসি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন