শব্দব্রাউজ- ৯২৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-926, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯২৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ১। ৯। ২৩ । সকাল- ১১টা ২০মিনিট ।
শব্দসূত্র: যে তোরে পাগল বলে
যে বা যারা
লক্ষ্যে অলক্ষ্যে
পাগল ঠাওরায়,
এরা বোঝেনা
পাগলের দৃষ্টির দক্ষতা ।
এ জগতের বিচিত্র রূপ
সামনে আনলে
বিষয়ীদের ধাঁধা লাগে ।
প্রকৃত পবিত্র রূপ
তাদের চোখ ছুঁতে পারে না ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন