শব্দব্রাউজ- ৯২৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-924, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯২৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৩০। ৮। ২৩। সকাল আটটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: হাটে বাজারে মিলেমিশে
হাটেবাজারে মিলেমিশে
নিঃশ্বাসে প্রশ্বাসে
আশ্বাসে
বাঁচি আর বাস্তবতার ঘ্রাণ
নিই ।
ভোগে আতঙ্কে এই আমি-র
মতো আমরাও
বাঁচি ।
হাঁটি চলি আর ম্যানেকুইনের
মতো বিজ্ঞাপন হয়ে যাই ।
হাট বাজার মানুষের ভিড়ে থাকা এখন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেছে।। এভাবেই মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার।
উত্তরমুছুন