শব্দব্রাউজ- ৯২১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-921, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯২১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । সকাল দশটা ।
শব্দসূত্র: রমনীয় স্বাদে গন্ধে
ষষ্ঠেন্দ্রিয় বুঝে নেয়
স্বাদ গন্ধের
গতিপ্রকৃতি ।
সাধ আহ্লাদ তার ভেতর
থেকে
সামনে দাঁড়ায়।
তখন হাটে বাজারে
ক্রেতা বনে যাই ।
রমনীয় স্বাদ গন্ধ
নাচায় । স্রোতে ভাসায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন