বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

কবিতা ।। মৃত্যুর রং আসমানী ।। প্রদীপ বন্দোপাধ্যায়, Pradip

কবিতা

মৃত্যুর রং আসমানী

প্রদীপ বন্দোপাধ্যায়



শৈশবে যাকে চাঁদমামা বলে জানতাম,

বড় হয়ে দেখলাম ..

সেটা একটা খানাখন্দ ভরা, 

গোলাকার বস্তুপিন্ড মাত্র।

তার ধার করা আলো কে

জোছনা বলি না আর এখন।

বুঝেছি, চাঁদের বুড়ি , চরকা .. এ সবই অলীক

কৈশোরের স্বপ্নেরা যেমন।


নীল জোছনা দিয়ে ভাত মেখে খাওয়ার স্বপ্ন নিয়ে

ধরেছিল লোমশ একখানি হাত।

বোঝেনি সে..চাঁদের কোনো আলো নেই।

লোমশ হাত মিলিয়ে গেছে অমাবস্যার অন্ধকারে..

সে এখন ল্যাম্পপোস্টের আলোয়

ভাতের সন্ধান করে।


কল্পনার হাঁস হয়ে ওরা

নীলাকাশ কে বুকে ধরতে চেয়েছিল একদিন।

ক্রমে বুঝেছিল সে এক নিঃসীম শূণ্য মাত্র..

সেই মহাশূন্যে ওরা এখন তারাদের মৃত্যু দেখে শুধু।

শূন্যতা কখনও জীবনের চিত্র আঁকেনি ।

ওরা শুধু মৃত্যু দেখেছে

ওদের চোখে..মৃত্যুর রং আসমানী।


                                                            

৩টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...