কবিতা
মৃত্যুর রং আসমানী
প্রদীপ বন্দোপাধ্যায়
শৈশবে যাকে চাঁদমামা বলে জানতাম,
বড় হয়ে দেখলাম ..
সেটা একটা খানাখন্দ ভরা,
গোলাকার বস্তুপিন্ড মাত্র।
তার ধার করা আলো কে
জোছনা বলি না আর এখন।
বুঝেছি, চাঁদের বুড়ি , চরকা .. এ সবই অলীক
কৈশোরের স্বপ্নেরা যেমন।
নীল জোছনা দিয়ে ভাত মেখে খাওয়ার স্বপ্ন নিয়ে
ধরেছিল লোমশ একখানি হাত।
বোঝেনি সে..চাঁদের কোনো আলো নেই।
লোমশ হাত মিলিয়ে গেছে অমাবস্যার অন্ধকারে..
সে এখন ল্যাম্পপোস্টের আলোয়
ভাতের সন্ধান করে।
কল্পনার হাঁস হয়ে ওরা
নীলাকাশ কে বুকে ধরতে চেয়েছিল একদিন।
ক্রমে বুঝেছিল সে এক নিঃসীম শূণ্য মাত্র..
সেই মহাশূন্যে ওরা এখন তারাদের মৃত্যু দেখে শুধু।
শূন্যতা কখনও জীবনের চিত্র আঁকেনি ।
ওরা শুধু মৃত্যু দেখেছে
ওদের চোখে..মৃত্যুর রং আসমানী।
খুব সুন্দর লেখা 👌🏼👌🏼
উত্তরমুছুনখুব সুন্দর লেখা 👌🏼👌🏼(মহুয়া ব্যানার্জী
উত্তরমুছুনখুব সুন্দর লেখা 👌🏼👌🏼(মহুয়া ব্যানার্জী )
উত্তরমুছুন