রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

না ছোঁয়া এক ভালোবাসা ।। মিরাজুল সেখ ।। কবিতা, Poems

না ছোঁয়া এক ভালোবাসা

মিরাজুল সেখ



দূরত্বটা মোটেই আকাশের,পাহাড়ের মতো উঁচু ছিলনা। 

ছিলনা! সাগরের মৃত্যু কবলিত ভয়াবহ ঢেউ, 

  মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে----- 

  কাছে আসতে হত তাও নয়;

   তার চোখে চোখ পড়েছে ,

কখনো সকালে ,কখনো দুপুরে আবার রাতেও ।

 কথা হয়েছে ভালোবাসা হয়েছে 

      তবে ছুঁয়ে দেখা হয়নি। 

এক মসৃন শরীরের, এক অবুঝ আত্মার, 

   অদৃশ্য এক মননের,

বোবা, সুন্দর এক কঠিন পুতুলের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...