না ছোঁয়া এক ভালোবাসা
মিরাজুল সেখ
দূরত্বটা মোটেই আকাশের,পাহাড়ের মতো উঁচু ছিলনা।
ছিলনা! সাগরের মৃত্যু কবলিত ভয়াবহ ঢেউ,
মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে-----
কাছে আসতে হত তাও নয়;
তার চোখে চোখ পড়েছে ,
কখনো সকালে ,কখনো দুপুরে আবার রাতেও ।
কথা হয়েছে ভালোবাসা হয়েছে
তবে ছুঁয়ে দেখা হয়নি।
এক মসৃন শরীরের, এক অবুঝ আত্মার,
অদৃশ্য এক মননের,
বোবা, সুন্দর এক কঠিন পুতুলের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন