অবশেষে
সুব্রত সোম
ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টায় গুটি কেটে বেরিয়ে এল যে প্রথম অঙ্কুর তাকে জল দাও এই প্রত্যয়টুকু নিয়ে অবশেষে সকালে ঘুম ভাঙলো। ব্যস্ততাও জল শুকিয়ে নেয়। আচ্ছাদন ফেলে রেখে শুরু হয় ঘর সংসার সংঘ পরিবার। আমাদের প্রলোভনগুলো কাঁটা পেরোনো সেই পুরোনো শহর ক্যানভাস। যেখানে সম্মোহন ও উদ্দীপনার অভাব হয়না তবুও এক একটা সন্ধ্যার চালচিত্রও বদলে দেয় সময়ের গতিপথ। জলেকাদায় মিশে যায় অপ্রতিষ্ঠান ভাবনা। এখান থেকেই আবার শুরু হতে পারে পটচিত্র যাত্রাকাহিনী কিংবা নগর সমীকরণ যা মানুষ ছড়িয়ে রেখেছে বিশ্বাসে অকৃপণ ভালবাসায়, সঙ্গোপনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন