শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

কিছু বই কিছু কথা- ৩১৬। নীলাঞ্জন কুমার কিছু বই কিছু কথা । শশাঙ্কশেখর হাইত, Book

 কিছু বই কিছু কথা- ৩১৬। নীলাঞ্জন কুমার




কিছু বই কিছু কথা । শশাঙ্কশেখর হাইত । প্রতিভাস,  কলকাতা ৭০০০০২। মূল্য:  দেড়শো টাকা ।


    সত্তরোর্ধ কোন কবি যখন লেখেন:  ' কালবোশেখী ঝড়ের/  ঝাপটা-  ঘাতে লুটিয়ে পড়া আতুর লতার মতো / অন্ধকার নীরব,  ব্যথাহত ।' তখন তার উদ্দেশ্য ব্রাভো বলতেই হয় । শশাঙ্কশেখর হাইতের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' বিহানবেলা মেঘবেলা ' র শেষ কবিতা ' শেষের পরে ' তে তাই ঘটেছে । কিন্তু আবার যখন পাই:  ' প্রতিজ্ঞা কঠিন বুকে মোর মৃত্যুজিৎ প্রেমের বিদ্যুৎ খরধার ।' এর মতো নিকৃষ্ট পংক্তি তখন আগের কবিতার আমেজের তার কেটে যায় । এরকম ভালো মন্দ মিশে রয়েছে কাব্যগ্রন্থটির দুই মলাটের ভেতরে । যার সার অংশে পাই   : ' মধুতিথির স্বপ্ন কোন সুদূর ওয়েসিসে/  আবেশ বিহ্বল রাতের বাসর গড়ে?  ' ( দিশা খোঁজা)  , ' জোরে ডানা ঝাপটে ঝেড়ে ফেলে দিতে চাস/  না কি পোড়া ভাগ্যের সব ছাই? ' ( মধ্যাহ্নের চিলের প্রতি '), ' তামাটে এই গোলক ধাঁধার শেষ হবেনা হাঁটা ' ( ' অবস্থান্তর ' ) ইত্যাদি ।
           কবির আগের প্রায় বেশিরভাগই কাব্যগ্রন্থ আমার পড়া ও আলোচনা করা । এবারের কাব্যগ্রন্থের
স্বাদ তাদের থেকে কিছুটা উৎকৃষ্ট ।তবে দুর্বল নাবালক অকিঞ্চিৎকর সাধু চলতি ভাষার জবড়জং কবিতা তাকে পরিহার করতে হবে । না হলে পাঠক ' বাজে মাল ' বলে ছুঁড়ে দেবেই । ভবিষ্যতে তাঁর কাব্যগ্রন্থ প্রকৃত কাব্যগ্রন্থ হয়ে উঠুক । সুপ্রসন্ন কুন্ডুকে ধন্যবাদ প্রচ্ছদের জন্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...