*'ছায়া !'*
মিষ্টিবৃষ্টি ।
.. দেওয়াল বেয়ে লাফিয়ে ওঠে ছায়া !
-- দীর্ঘ হাতে দীর্ঘ দশটা আঙুল ..
দশ আঙুলে দীর্ঘতর নখ,
বাঁকা নখর --
ছায়া ।
-- ভয় পাচ্ছো ?
যদিই ধরে কায়া !
শরীরী নয়,
কেবল আলোর মায়া ..
কেবল দেয়াল, কেবল আলোর খেয়াল !
.. আমি ওকে পোষ মানাতে জানি --
চুপ্ সে যাবে, এইটুক্কুস্ খানি,
জাদুর ছড়ি, ঠিক্ যখন বারোটা !
.. বাজ্ তে দাও! বাজুক্ না, বারোটা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন