কবিতা // শিশিরস্নান
বিজয় শীল
ঘাস-শিশির বৃষ্টিরাত ধুয়ে দিলে
ভোরপাখির ঠোঁটে শরত হাসে
কাশ শিউলি আর ধানফুল তখনই
মায়ের মুখ আঁকে নিভৃত অন্তরালে,,,
কুমোরটুলির কোন শিল্পীসাধক সে
শ্রেষ্ঠ নারীমুখ আঁকে মন-আকাশে
ভালোবাসে প্রিয় আলো-ভোরটুকু,
তখন মাটিরপুতুলেও প্রাণ আনচান
ঈশ্বরী-মা ঘরের মা হয়েই কেমন
ছুটে আসে!আহা কতো ভালোবাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন