আঁধারের হাত ধরো না ।। কবিতা
শিব শংকর ঘোষ
আঁধারের হাত ধরো না
হেঁট না পঙ্কিল পিচ্ছিল পথে
পায়ের তলার মাটি ধসে গেলে
তখন সখাদ সলিলে
আর ধবধবে সাদা পোষাকে
ফিরে আসবে না
সটান সামনে হাঁটবার
নির্ভিক সেই সাহস
সেই আগেকার মুখটির মতো
অম্লান হাসিও বুঝি
আসবে না আর ফিরে
শুধূ এক পাপবোধ
কুরে কুরে খেয়ে যাবে তোমায়
তুষের আগুনের মতো
ধিকি ধিকি শুধু জ্বলে যাবে!
তোমার অবশিষ্ঠ জীবন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন