শব্দ মাঝি পত্রিকা প্রকাশ ।। সংস্কৃতি সংবাদ
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ।। শব্দ মাঝি পত্রিকার প্রথম সংখ্যা,মূলত ঈদ সংখ্যা উত্তর বঙ্গের বিশিষ্ট কবিদের উপস্থিতিতে প্রকাশিত হলো। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার অমৃত দেবনাথ। কবি নীলাঞ্জন কুমারের শুভেচ্ছা বার্তা পাঠ করেন অমৃত দেবনাথ। পত্রিকার মোড়ক উন্মোচন করেন কবি, প্রবন্ধকার এবং উত্তর বঙ্গের লিটিল ম্যাগাজিনের সম্পাদক গৌরাঙ্গ সিনহা,কবি ও সাংবাদিক সঞ্জয় সোম,কবি, প্রবন্ধকার সুবীর সরকার, কবি ও শাদ্বল পত্রিকার সম্পাদক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কবি শ্যামলেন্দ্র চক্রবর্তী,বিশিষ্ট আইনজীবী ও সাহিত্য অনুরাগী উমাপদ রক্ষিত,কবি ও শিক্ষক হরিলাল ঘোষ,প্রাক্তন শিক্ষক, প্রবন্ধকার ও রায়ডাক পত্রিকার সম্পাদক ক্ষীতেন্দ্র মোহন সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক ও সাহিত্য অনুরাগী পরেশনাথ রায়, হরিদাস পাল। এরপর বাংলা কবিতা বিষয়ে আলোচনা করেন সুবীর সরকার, নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য,হরিলাল ঘোষ, সঞ্জয় সোম।লিটিল ম্যাগাজিন নিয়ে আলোচনা করেন গৌরাঙ্গ সিনহা। রাজবংশী কবিতা নিয়ে আলোচনা করেন বঙ্গরত্ন কবি কমলেশ সরকার এবং কবি পীযূষ সরকার।
এছাড়াও দর্শকাসন অলঙ্কৃত করেছেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন কবি উত্তম দেবনাথ,কবি অনন্ত রায়,কবি জয় দাস,কবি মৌটুসী রায়, কবি যতীন বর্মা,কবি ও সাংবাদিক মনোজ বর্মন, সাংবাদিক ও শিক্ষক তপন কুমার আইচ। এছাড়াও কিছু সাহিত্য প্রেমী মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন