শব্দব্রাউজ- ৯১৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-919, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯১৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ২৪। ৮। ২৩। সকাল আটটা পঞ্চাশ ।
শব্দসূত্র: চাঁদ সেই চাঁদ নেই
চরকা বুড়ির চাঁদ
মুছে গেছে ,
এখন চন্দ্র যানের প্রতিযোগিতা।
যুক্তি প্রযুক্তি বাস্তবে
রূপকথা ছারখার
কল্পনায় চ্যালেঞ্জ গন্ধ ।
চরকা বুড়ির চাঁদ
আন্টিক হয়ে
বই এর পাতায়
ধুলো জমে জমে বাঁচবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন