শব্দব্রাউজ- ৯১১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-911, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯১১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ১৩। ৮। ২২। সকাল ১০টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: ফাগুনের জয়গান গাই
এখন এ ভরা বরষায়
ফাগুনের জয়গান গাইলে
দোষ কি!
রাগে অনুরাগে ফাগ ছেটালেও
দোষ কি!
দিন তো গড়িয়ে গড়িয়ে
সন্ধ্যে-
এখন আমি আমার মতোই
উন্মুক্ত উচ্ছ্বাসে ভাসি ...
দোষ কিছুই না। বর্ষার রাতে বসন্তের কথা মনে করে মহুয়ার গন্ধে মাতাল হয়ে ঘুমিয়ে পড়বেন।ভালোই তো।
উত্তরমুছুনউন্মুক্ত উচ্ছাসে ভেসে ভেসে,
উত্তরমুছুনফাগুন মেখে বিকেল শেষে,
যাইনা উড়ে রাত পেড়িয়ে এক নিমেষে
নতুন ভোরের নিশান বেয়ে নতুন দিনের আশে।