শব্দব্রাউজ- ৯০১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-901, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯০১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ৭। ২৩। সকাল দশটা ।
শব্দসূত্র: বেলোয়ারি চুড়ির শব্দ
বেলোয়ারি চুড়ির রুনঝুন
কোন শব্দকোষে
ধরা থাকে!
জলপ্রপাতের ঝরঝর
অন্য কোন কিছুতে
কি পাওয়া যায়?
এক ব্রহ্মান্ড শব্দ
গ্রন্থিত হলেও,
আর এক ব্রহ্মান্ড শব্দ
শুনতে হয় হে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন