শব্দব্রাউজ- ৮৯৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-899, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৯৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ২৭। ৭। ২৩। সময় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: ভুল বোঝার দিন
ভুল বোঝার দিন
ভুল ভাবনার দিন
ভুল ঘটনার দিন
না চাইলেও এসে যায় ।
সময় তবু হাসতে হাসতে এগোয় ।
ভুল বোঝার অনুতাপ
সময় হলে হাওয়ায় মিলিয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন