শব্দব্রাউজ- ৮৯৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-898, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৯৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা ।২৬। ৭।২৩। সকাল সাড়ে সাতটা ।
শব্দসূত্র: যদি ধর্ষিতা হতাম
যদি নারী হতাম
যদি ধর্ষিতা হতাম
যদি মৃত্যু প্রহর গুনতাম
তবে বুঝতাম
মৃত্যু যন্ত্রণা ।
যদি নারী হতাম
যদি শেয়াল কুকুর ঘুমতো
যদি নির্ভুল ভাবে পেটে কেউ
লাথি মারতো
তবে বুঝতাম
আমি নারী ।
মা নয় বোন নয় শুধু রমনী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন