শব্দব্রাউজ- ৮৯৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-893, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৯৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ২১। ৭। ২৩। সকাল ৮টা ৪০ মিনিট ।
শব্দসূত্র: গর্ভের নরখাদক
যে সব নরখাদক
মণিপুর, হাতরস, দিল্লি ,
পার্ক স্ট্রিটে ছড়িয়ে ছিটিয়ে,
তাদের চোখে কামনা
নগ্ন নারী ।
এই সব গর্ভের জঞ্জাল
মায়ের সামনে দাঁড়িয়ে
তাকেও এই ভাবে ।
গর্ভে বাড়তে বাড়তে
কখন যে নরপিশাচ হয়ে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন