বাস্তবতায় কিছু শেখে
সঞ্জয় সাহা
আয়নায় ছায়া দেখে মণিপুর জাগে
আধখানা অবয়ব রাজপথে হাটে
অযথা নকলচোখে নিষ্ঠুর জানোয়ারের বেশে
নিথরতা কয় হেঁকে বাস্তবের কর্তা আজ বেঁকে
অনাদর সুরে অসহায় নারীর কান্না
উল্টে পাল্টে ছিঁড়ে.......
বাস্তবতায় কিছু শেখে
রক্তে আঁকা মানচিত্রে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন