ক্ষরণ ।। অশোক কুমার দত্ত ।। কবিতা
অথচ
দেখেছি আমি কী অদ্ভুত সুন্দর ছড়ানো আছে চারিদিকে !
ঘাসের উপর বসা জল ফড়িং প্রায় হলদে হয়ে যাওয়া মাঠের এক কোণে শশব্যস্ত উদ্ভিদের চারা ।
ভেঙে যাওয়া গাছের ডা লে দুটি পাখির সুন্দর কলতান !
তবু
এই হিংসা এই কলহ মানুষকে পদানত করার এই উদ্ধত রক্তক্ষয়ী অভিযান
হৃদয়ের গোপনে গোপনে রক্তক্ষরণ ডেকে নিয়ে আসে !
সামান্য পদ্যকার আমি --
লিখে রাখি ব্যথা শব্দের অক্ষরে আপন খেয়ালে !
,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন