বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

কফি হাউসের বইচিত্র সভাঘরে ' চর্চা 'পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান ।। সংস্কৃতি সংবাদ , Charcha

কফি হাউসের বইচিত্র সভাঘরে  ' চর্চা 'পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান ।। সংস্কৃতি সংবাদ 



গতকাল ১৫ আগস্ট  কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের ত্রিতলে বই- চিত্র সভাঘরে ঠিক বিকেল চারটেয় শুরু হল হুগলি জেলার হরিপাল থেকে প্রকাশিত হওয়া লিটল ম্যাগাজিন 'চর্চা 'র  প্রথম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকা সভাপতি  মিলন দে। পত্রিকা উদ্বোধন করেন পত্রিকা সভাপতি সহ শ্রদ্ধেয় কবি প্রাবন্ধিক সম্পাদক সঙ্গীতজ্ঞ  নীলাঞ্জন কুমার,  সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য,  সহ সম্পাদক  রঞ্জিতা কুন্ডু ও বিজয় কর্মকার এবং  পত্রিকার অন্যান্য সদস্য ।

         অনুষ্ঠানের প্রথমে সুন্দর আবৃত্তি গানে শ্রোতাদের মুগ্ধ করেন আবৃত্তিশিল্পী শ্রীতমা চ্যাটার্জি । অনুষ্ঠানের বিশেষ বক্তা নীলাঞ্জন কুমার তাঁর বক্তব্যে বলেন,' লিটল ম্যাগাজিন সাহিত্যের আঁতুড়ঘর নয়,  প্রকৃত     সাহিত্য আন্দোলনের প্রধান স্তম্ভ' ।

      কবিতাপাঠে অংশ নেন কমল তরফদার, নন্দিতা সেন বন্দোপাধ্যায় , নীলিমা সরকার , সুভাষ চন্দ্র ঘোষ,  

পার্থসারথি দত্ত , সুব্রত সোম,  শ্রীময়ী চক্রবর্তী,  শিবশঙ্কর ঘোষ,  সোমনাথ মুখোপাধ্যায় , প্রদীপ বন্দ্যোপাধ্যায়,  অনুপম চক্রবর্তী,  রঞ্জিতা কুন্ডু,  মৃণালকান্তি সাহা,  বাংলাদেশ থেকে আগত কবি নাঈমা খানুম ,  নীলাঞ্জন কুমার প্রমুখ কবি । অনুষ্ঠানের শেষে 

সঙ্গীত পরিবেশন করেন শ্রীময়ী চক্রবর্তী  ও নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানের মাঝে আবৃত্তিতে ছিলেন সৃজা কাঁড়ার । সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন পত্রিকার পক্ষে কবি রঞ্জিতা কুন্ডু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...