আনন্দ পাখি
সুকান্ত মণ্ডল
আবার জেগেছে দ্বীপ হৈমন্তীর আকাশে
মৃত্যু লতার ফাঁকে জীবন রং ছড়ায় অজস্র
হাওয়া তো এমনি ছিল কাল পূবে ও পশ্চিমে দক্ষিণের মেরুদণ্ডহীন শ্বাসাঘাতে প্রগাঢ় মদের মতো ঘোরে সমুদ্র ও হারিয়ে ফেলেছে তার পথ।
অতি চেতনার বট ফলে মিশে আছে নৃত্যের গভীর ছন্দ
হয়তো বা আকাশআভাস ফেলে উড়ে গেছে পাখি
কোনো এক নিহারিকা পথে
দু - দন্ডের অবাক জলপান সেরে ফিরবে কি কাছে ?
নাকি ডানার স্পন্দমান আনন্দে সে বেঘোর হয়ে আছে।
আনন্দপাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন