সোমবার, ৩১ জুলাই, ২০২৩

খোঁজ ... ।। সুব্রত সোম ।। কবিতা, Subrata Som

খোঁজ ...

সুব্রত সোম



অন্ধকারে হারিয়ে যাওয়ার আগেই আমাদের পেরিয়ে যাওয়ার কথাছিল চৌকাঠ। একটু দেরী হয়ে গেল। কোথায় জানি দাড়িয়ে পড়েছিলাম। এরপর তো দেওয়াল ছিল। দেওয়ালের মধ্যে সরু সরু ফাটল ছিল। চোখ সরু করে দেখতে গিয়ে বুঁজে আসছিল প্রায়। দূরে কিছু গাছ ছিল কিছু মানুষও ছিল। আপাতত এটা নদীর গল্প একটা। জল কমে আসছিল ক্রমশঃ। আর জলকষ্ট তো মানুষের অনেকদিনের। আর সূর্যটাও তখন গড়িয়ে নেমে গেল। আমরা অসম্ভব অন্ধকারে হাতড়াচ্ছি আর হাতড়াচ্ছি। আলো খুঁজছি তো অনন্তকাল !

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...