কবিতা
এসো বন্ধু
শিবশংকর ঘোষ
এক জন ডানে গেলে
আরেক জন বামে হাঁটে
আমি অমন ঝগড়াঝাটির ঘরে যাই না
আমি আগামীর ভোরের জন্য সারারাত আকাশের তারাদের সাথে কথা বলে যাই
প্রহর গুণে চলি--শুধু চেয়ে থাকি
কান পেতে রাখি কখন মোরগের
ডাক শোনা যাবে
ফুলেরাও জেগে ওঠে
সারামুখে ছড়িয়ে দেয় অম্লান হাসি
আমিও এইভাবে আনন্দের খোঁজ পেয়ে যাই
মন প্রাণ আত্মা যেন এক
স্বর্গীয় হাসি হেসে ওঠে
কলকাকলীতে স্বাগত জানায়
ছোটো ছোটো পাখিগুলি
এরপরে আর কী সুখ চাই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন