শব্দব্রাউজ- ৮৮৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-886, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৮৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা ।৯।৭।২৩। সকাল ৯টা ৫০মিনিট ।
শব্দসূত্র: আর কতো রক্ত
রক্তের হিসেব থাকে না
ওজনও থাকে না
গড়িয়ে গড়িয়ে মাটি ভেজে
মানুষ হত্যা হলে
তার গায়ে লাগে
দল রং
মিছিল হয়
তারপর ...
বাস্তবিক অর্থে একটি সামাজিক ব্যাধি
উত্তরমুছুন