শব্দব্রাউজ- ৮৮৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-885, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৮৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৮।৭।২৩। সময় সকাল সাতটা দশ মিনিট ।
শব্দসূত্র: লজ্জা, এ কি লজ্জা
লজ্জায় মুখ চাপা দেওয়া
কিশোরীর
অভিব্যক্তির সামনে দাঁড়ালে
নিজে রঙিন হই ....
ছুটে আসে কিশোর বেলা
ছুটে আসে সর্বনাশ
কিশোরীর লজ্জা আমাকেও
ছেয়ে দেয় ।
দুজনের লজ্জা বলে দেয়
দুজন দুজনকে চাই ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন