শব্দব্রাউজ- ৮৮৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-884, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৮৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৭।৭। ২৩। সময়- সকাল সাতটা ।
শব্দসূত্র: ঈগল পাখি পাছে ধরে
ঈগলের ধরার কসরৎ- এর
ভেতর শিকারের আনন্দ থেকে
হাজারো শিক্ষায় ঋদ্ধ হই ।
ঈগলের মতো শব্দ শিকার
হল না ।
সে আমাকে শিকার করে
মগ্ন করে-
সে আনন্দ ঈগল জানে না.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন