শব্দব্রাউজ ৮৭৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-878, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৭৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ১। ৭। ২৩। সকাল আটটা চল্লিশ ।
শব্দসূত্র: শেষ রাতের ওস্তাদ
শেষ রাতে শব্দের তল্লাশ করে
ওস্তাদ ।
সাদা শ্লেটের ওপর কালো চকের
আঁকিবুকি
শান্তির ইঙ্গিত দেয় ।
শেষ রাতে উলঙ্গ বিস্ময়
অপেক্ষা করে তার জন্য ।
সে দাঁড়িয়ে থাকে
নিঃসীম শূন্যের সামনে
একা ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন