শব্দব্রাউজ ৮৭৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-877, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৭৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৩০। ৬। ২৩। সকাল সাতটা পঞ্চাশ ।
শব্দসূত্র: তুচ্ছতাচ্ছিল্য করি
হিসেব নিকেশকে
যখন তুচ্ছতাচ্ছিল্য করি
তখন আক্ষরিক অর্থে
নিঃস্ব হই।
তখন মন বাগান বাগান
জনারণ্যে দেখি সকলেই
প্রকৃত মানুষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন