শব্দব্রাউজ ৮৬৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-869, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৬৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ৬। ২৩। সকাল সাতটা চল্লিশ ।
শব্দসূত্র: মনরথ কে টানে
মনরথে বসে যে টান
ঘোরায় বিশ্ব
তাতে বিষয়ীর স্বার্থ অজ্ঞাত ।
মনরথ থেকে ছড়িয়ে দিই চৈতন্য
সে চৈতন্য ত্যাগ শেখায় ।
মনরথ যে টানে
তাকে শুধু আমিই দেখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন