শব্দব্রাউজ ৮৬৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-865, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৬৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ৬। ২৩। সকাল ৬টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: চল মন বেড়াতে যাই
স্বপ্নরিক্সো নিয়ে মন চল
বেড়াই বেড়াই
আর গ্রহ গ্রহাণু উল্কার
সঙ্গে বন্ধু পাতাই ।
চল মন দেখে আসি
ব্রহ্মাণ্ডের ওস্তাদকে
তার সঙ্গে করমর্দন করে
হাসাহাসি করে আসি ।
ওস্তাদ তার গোপন খেলা
আমার সামনে মেলে ধরবে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন