প্রার্থনা
প্রহ্লাদ সরকার
বিশাল আকাশের বুকে
উড়িয়ে দিলাম আমার প্রার্থনা
মেঘ হয়ে সহজে ভেসে
বৃষ্টির ফোঁটা হয়ে কখনো
তৃষ্ণার্ত চাতকের মুখে নির্বিঘ্নে ঝরে পড়ুক।
শুধু প্রার্থনায় যে সুপ্ত প্রতিবাদ ছিল _
চোখের পলকে বিদ্যুৎ গর্জন হয়ে উঠুক।
ঝলসে যাক পৃথিবীর রূপ
খরা রৌদ্রে রুগ্ন মানসিকতা
নিস্তব্ধ নিশ্চুপ!
বেহিসাবী নীরবতা উলঙ্গ জীবন
বেঁচে থেকেও সারাক্ষন মৃত মনে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন