শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

প্রার্থনা ।। প্রহ্লাদ সরকার কবিতা, Prahlad Sarkar

প্রার্থনা 

প্রহ্লাদ সরকার



বিশাল আকাশের বুকে

উড়িয়ে দিলাম আমার প্রার্থনা

মেঘ হয়ে সহজে ভেসে

বৃষ্টির ফোঁটা হয়ে কখনো

তৃষ্ণার্ত চাতকের মুখে নির্বিঘ্নে ঝরে পড়ুক।


শুধু প্রার্থনায় যে সুপ্ত প্রতিবাদ ছিল _

 চোখের পলকে বিদ্যুৎ গর্জন হয়ে উঠুক।

ঝলসে যাক পৃথিবীর রূপ

খরা রৌদ্রে রুগ্ন মানসিকতা 

নিস্তব্ধ নিশ্চুপ!

বেহিসাবী নীরবতা উলঙ্গ জীবন

বেঁচে থেকেও সারাক্ষন মৃত মনে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...