কবিতা
এই উদ্যানে
হাবিবুর রহমান
ক্লান্ত বাতাস বুকে জড়িয়ে
ঘুমিয়ে পড়বো এই উদ্যানে,
দ্যাখো, কীভাবে আমি আগুন গিলে ফেললাম
লোমকূপ থেকে বের হচ্ছে সেই আঁচ,
যদিও নিভবে না এই আগুন
তবু জড়িয়ে ধরুক আমাকে মৃত্যুহীন আগুন পাখি হয়ে,
ভোরের আলো ফুটলেই পাখিরা পিয়ানো বাজানো শুরু করবে
কেউ হাতে তুলে নিক মোহন বাঁশি
রাধা নাচবে রোদেলা ওঠোনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন