বুধবার, ২৬ জুলাই, ২০২৩

বেশি বেঁচে থাকা ।। দেবাশিস লাহা ।। কবিতা

বেশি বেঁচে থাকা 

দেবাশিস লাহা 



বেশি বেঁচে থাকা মানেই 

বেশি মৃত্যু  দ্যাখা । 


এগিয়েছে যতদিন  দীপ্ত দ্বিপ্রহর 

মৃত্যুর ঘ্রাণ ততো হয়েছে প্রখর ,

এগিয়েছে যতদিন মাস ও বছর ,

ফড়িঙেরা  উড়ে যায় , একা তেপান্তর । 


পিতামহ চলে যায় , তারপর পিতা ,

তারপর কাছে ডাকে জননীর চিতা ,

শৈশব  চলে গেছে আরও বহু আগে ,

এখন চেতনায় শুধু চিতাকাঠ জাগে । 


বেশি বেঁচে  থাকা মানেই বেশি মৃত্যু দ্যাখা 


হরিবাবু চলে যায় , মধুবাবু পিছে ,

গোলাপেও গন্ধ খোঁজে যন্ত্রনার বিছে ,

অনামিকা চলে গেল , কোন মাঝ রাতে ,

বিষ নাকি জমেছিল ওর বিছানাতে । 


বেশি বেঁচে থাকা মানেই একা নামতা শেখা 


মার্বেল ভেসে গেছে কোন বেনোজলে ,

হারিয়েছে স্কুল ব্যাগ দিকচক্রবালে ,

হারিয়েছে অপেক্ষা কোন একা কফিশপে ,

আগুন অতসী এখন হরিনাম জপে । 


বেশি বেঁচে থাকা মানে একা ছবি আঁকা! 


কখন যেন নিখোঁজ হল পেন্সিল তুলি ;

প্রথম আঁকার খাতা আর প্রথম কালিঝুলি --

হারিয়ে গেছে প্রথম ম্যাপ, প্রথম কলম্বাস 

শরীর ছেনে নাবিক হবার প্রথম উচ্ছ্বাস !  


বেশি বেঁচে থাকা মানেই বেশি মৃত্যু  দ্যাখা 

দিকচক্রবালে তুমি একা এবং একা । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...