বন্ধু
দেবাশিস সরখেল
একা ঘরে বন্ধু তোমার একজন
সে ঝান্ডা ধরে
শহীদ মিনারে যায়
দু দুখানা চিড়িয়া নাচায় ।
একদিকে কুমড়ো লতা
কচি লাও অন্য মাচায় ।
তোমার সাথে খুনসুটি
তারও বন্ধু নেই প্রেম নেই পরিত্রাণ নেই
মতে মেলে না
পথে মেলে না
চেহারা চরিত্র ভিন্ন ।
ভালোবেসে আদর করছে
দেওয়ালে প্রত্যক্ষ
ঝুলে আছে তোমার যৌবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন