রবিবার, ৪ জুন, ২০২৩

কফি হাউসে শৈলদহ পত্রিকা উদ্বোধন, Shailadaha

কফি হাউসে শৈলদহ পত্রিকা উদ্বোধন



নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩ জুন ।।  শনিবার বিকেলে কলকাতার কলেজস্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসে কুড়ি বছর ধরে নিয়মিত প্রকাশিত হওয়া এ সময়ের জনপ্রিয় পত্রিকা

' শৈলদহ ' র বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি সম্পাদক প্রাবন্ধিক ও সমালোচক নীলাঞ্জন কুমার । অনাড়ম্বর এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সম্পাদক কমল তরফদার,  কবি অজয় নাগ,  কবি নন্দিতা সেন বন্দোপাধ্যায় ও শৈলদহ পত্রিকা সম্পাদক কবি নীলিমা সরকার প্রমুখ সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ । পত্রিকার দীর্ঘ জীবন ও সাফল্য কামনা করেন মাননীয় উদ্বোধক নীলাঞ্জন কুমার ।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...