শব্দব্রাউজ ৮৬২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-862, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৬২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ৬। ২০২৩। সকাল- ৮ টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: সরলরেখার শেষ নিশানা
কেউ জানে না
সরলরেখার শেষ নিশানা ।
আয় না তাকে খুঁজি
কে হবি রে রাজি!
সরলরেখা সরল নয়
হাজার বছর বৃথা ক্ষয় ।
সবই যখন অলৌকিক
দেখছি যা সব কোনটা ঠিক?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন