শব্দব্রাউজ ৮৬১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-861, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৬১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৪। ৬। ২০২৩।
শব্দসূত্র: আদ্যোপান্ত আমার মধ্যেই?
আদ্যোপান্ত আমার মধ্যেই
শব্দব্রাউজ
জেগে থাকে
প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড !
শব্দজাদু কি রকম
সময়ের সঙ্গে সঙ্গে আসে
আবার চলে যায়,
যেন ভোজবাজি!
আদ্যোপান্ত আমার মধ্যেই
এই ভোজবাজি অভ্যাসে
আমার নিয়ে যায় জ্ঞানবিন্দুতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন