শব্দব্রাউজ ৮৪৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-849, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৪৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । ৩১। ৫। ২৩। সময় সকাল সাতটা পঁয়ত্রিশ ।
শব্দসূত্র: শুধু পরশটুকু দিও
স্পর্শের ভেতর দিয়ে
ভোর এসে যায়,
কল্পনায় মেশেমেশি ভাঙে ।
জানি ব্রহ্মান্ড স্পর্শের
স্বাদের কোন সীমা নেই ,
শুধু প্রেম আর প্রেম ।
উল্টোদিকে সারাদিনের বাস্তব
আমার কল্পনায় হাসে ,
আমি তার সঙ্গে
কোন ভাবেই হাত মেলাতে পারি না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন