শব্দব্রাউজ ৮৪৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-848, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৪৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ৫। ২৩। সময় ৬ টা ৫৫মিনিট ।
শব্দসূত্র: রংধনু মিশতে মিশতে
চোখ রংধনু চায়
মন সাতরঙা রং-এর
ধ্যান করে ।
রং মেশাতে মেশাতে
কি কোরে হাজারো রং !
বোধ সুখরং চায়
কি করে কে যেন
এনে দেয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন