শব্দব্রাউজ ৮৪১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-841, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৪১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩।৫।২৩। সকাল সাড়ে সাতটা ।
শব্দসূত্র: বিশ্বাসী আজ কাল
নিরন্তর বিশ্বাস নিয়ে থাকার
ভেতরে সারল্য থাকে-
আর সাফল্যের ভেতর
থাকে মগ্নতা।
লোক ঠকানো দুনিয়া
আজকাল
সারল্য বোঝে না ।
অবিশ্বাস রক্তে পোষে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন