শব্দব্রাউজ ৮৩৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-836, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৩৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ।১৮। ৩। ২৩। সকাল আটটা কুড়ি ।
শব্দসূত্র: প্রণম্য আমার সঙ্গে
প্রণম্য
যাকে মন থেকে
বলি
সে ছায়া হয়ে
পাশে পাশে ।
প্রণম্য
আমায় গঠন করে
চলার পথ খুঁজে দেয় ।
প্রণম্য
প্রতিদিনের প্রণাম সঙ্গে
রক্তে । বোধে ।শ্রদ্ধায়....
বেশ। খুব সুন্দর। অভিনন্দন জানাই কবিকে।
উত্তরমুছুন