শব্দব্রাউজ ৮৬৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-866, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৬৬।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ৬। ২৩। সকাল সাতটা পঞ্চাশ ।
শব্দসূত্র: রক্তে শুধুই খুনসুটি
সারাক্ষণ রক্তে খুনসুটি নিয়ে
বাঁচার আনন্দ
যে বোঝে সে বোঝে ।
খুনসুটির থেকে উঠে আসে
আলটপকা সঠিক শব্দ,
তাকে নিয়ে রেশম তৈরি করে
বিকোই সমঝদারের কাছে ।
সারাক্ষণ রক্তের খুনসুটি
আমাকে মুহূর্তে ব্রহ্মান্ড
পৌঁছে দেয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন