শব্দব্রাউজ ৮২৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-828, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮২৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১০। ৫।২৩। সময় ৮টা ।
শব্দসূত্র: হায় দিন যায়
হায় দিন যায়
নিষ্ফল জীবনের
সঙ্গে!
হায় দিন যায়
সব অন্ধকার সামনে
রেখে !
দিন যায় হাওয়ায়
মিশে
আমার সঙ্গে ছলনা করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন